স্বর্গে বড় গোল হইতেছে৷ঈশ্বর একখানি তোয়ালা ঠান্ডা পানিতে ভিজাইয়া মস্তকে মাঝে মাঝে ঘষিতেছেন৷ অদূরে আদম-ঈভের কুটির হইতে অশালীন গালাগালি ভাসিয়া আসিতেছে৷আদম বলিতেছিলো, "রমণ করিতে দিবি না কেন মাগী? মাগনা পাইয়াছি নাকি তোকে? নগদ একখানি পঞ্জরাস্থি খরচা করিতে হইয়াছে তোকে ঘরে তুলিতে৷ কড়ায় গন্ডায় উশুল করিয়া ছাড়িব!"ঈভ চেঁচাইয়া কহিতেছিলো, "যা যা তোর মত ফুটা বোটের কাপ্তেন কত দেখিলাম! খালি মুখে ফটর ফটর! রমণ ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Sunday, December 24, 2006
Friday, December 01, 2006
ছাগুরামকাব্য ০৮: শাকাহারী জমায়েৎ
ছাগুরাম কহে, "ভাই!সবার উপরে কাঁটাল সত্য তাহার উপরে নাই!"উটুরাম কহে, "ভ্রাতা!কেন মিছে বকি তর্ক বাড়াও খেয়ে কাঁটালের পাতা?মরুর দেশেতে আসা ইস্তক খাই খেজুরের মূলপাতা নয়, আছে শেকড়ে শক্তি, নেই তাতে কোন ভুল!"ছানারাম কহে, "কাগু!ফিরিঙ্গিদের দেশে আসে নাই, তাই বাজে বকে ছাগু৷আঙ্গুরের লতা আঙ্গুরেরর ডালে কী যে মরমিয়া মধু,খাইলে বুঝিবে কাঁটাল-খেজুর যে-ই লাউ সে-ই কদু৷"ছাগুরাম কহে, "ছানা!ঘুরিয়াছি আমি কত জঙ্গল, কত ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
ডাগদর সাবের ফরমূলা
অজপাড়াগাঁয়ে যখন প্রবল কোন্দল শুরু হইল, ডাগদর সাব দারাপুত্রপরিবার লইয়া গ্রামত্যাগ করিলেন৷ বলিলেন, পুরস্কার পাইয়াছি, গঞ্জে গিয়া দিন কতক বেড়াইয়া আসিব, কন্যাটি আব্দার ধরিয়াছে মেলা দেখিবে৷ গাঁয়ের লোক তখন কোন্দল নিয়া ব্যস্ত, তাই তাঁহাকে পাত্তা দিল না৷ডাগদর সাব গঞ্জে গিয়া হেটো মেঠো বক্তৃতা দিয়া গঞ্জ গরম করিয়া ফেলিলেন৷ বলিলেন, এই যে দেখিতেছেন আমার হাতে ক্ষুদ্রসূঁচিকা, ইহাই সর্বরোগের মহৌষধ৷ মরার পোঁদে ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Subscribe to:
Posts (Atom)