আদম বিড়বিড় করে, "এই স্বর্গটা শালা পুরা দুই নাম্বার হয়ে গেছে!"ঈভ বলে, "বিড়বিড় করে কী বলো? গালি দাও নাকি?"আদম উষ্ণ হয়ে ওঠে, বলে, "ঐ, তোমারে বিড়বিড় কইরা গালি দিমু ক্যান? জোরে গাইল দিতে পারি না? আমার নাম আদম, কোন হালারে আমি পুইছা চলি না, বোঝলা? আর গাইল তোমারে দিমু না ক্যান, বাপের বাড়ি থিকা কিছু আনছো যে সোহাগ কইরা কথা কমু?"ঈভ ক্ষেপে ওঠে, বলে, "অ্যাদ্দিন চিল্লাচিলি্ল করলা, আমার লাইগা তোমার সিনার হাড্ডি...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Friday, April 28, 2006
Friday, April 21, 2006
আদমচরিত ০০৩
আদম মনে মনে হাসে। হুঁ হুঁ বাওয়া, একদম নিখুঁত পিলান! জ্ঞানবৃক্ষের ফল আদম খেয়েই ছাড়বে, সে ঈশ্বর যত ১৪৪ ধারা জারি করুন না কেন। আদম নিজের ভবনে বসে হাওয়া খেতে খেতে অনেক গবেষণাই করেছে। জ্ঞানবৃক্ষের বিশ হাতের মধ্যে যাওয়া নিষেধ, এক ভীষণদর্শন তাগড়া স্বর্গদূত লাঠি হাতে সে বৃক্ষ পাহারা দেয়, পশুপক্ষী কারো সাধ্য নেই জ্ঞানবৃক্ষের কাছে গিয়ে তার ফলে মুখ দেয়। আদম মহা বিরক্ত জ্ঞানবৃক্ষ নিয়ে এসব ফালতু বিধিনিষেধে। ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Wednesday, April 19, 2006
ঠোলামঙ্গল
আমরা এই মহৌষধ কিভাবে পাইলাম?বৃটিশ আমল চলছে৷ সাল অজানা৷ তৎকালীন রাজধানী কলকাতার এক ক্যাথলিক গির্জার দৃশ্য৷এক সুন্দরী অ্যাংলো তরুণী পাদ্রীর কাছে পাপস্বীকার করতে এসেছে৷ পর্দার আড়ালে ফুঁপিয়ে উঠে সে বলছে, "ক্ষমা করুন পিতা, আমি অপরাধ করেছি৷"শ্বেতাঙ্গ পাদ্রী সস্নেহে বললেন, "কেঁদো না মাই চাইল্ড৷ ঈশ্বর পরম করুণাময়৷ তিনি ক্ষমাশীল৷ বলো, কী করেছো তুমি?"তরুণী বললো, "ফাদার, আমি একটি যুবকের সাথে মিলিত হয়েছি, ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Subscribe to:
Posts (Atom)