তিনি মনের কষ্ট কাহাকেও বলিতে না পারিয়া গুম হইয়া বসিয়া রহিলেন৷ ভাবিতে লাগিলেন, ছাগুরামের মতো ত্রিভূজ হইতে পারিলেই ভালো ছিলো৷ লোকে গালাগালি করিলেও কোন বড় কাজ দিয়া বাটে ফেলিতে সাহস করিতো না৷ তাছাড়া আজ তাহার হাতে তিনটি দন্ড ধারণের দায়িত্ব আসিয়া চাপিয়াছে৷ এতদিন বহুকষ্টে তিনি ঈশ্বরপ্রদত্ত দুটি হাতে দুটি দন্ড নিয়া চলাচল করিয়াছেন, সেই পরিশ্রমে একবার তাহার হৃত্পিন্ড উষ্টা খাইয়া মরিতে চলিতেছিলো, নাকবোঁচা ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Monday, October 30, 2006
ভোদাইচরিতমানস ০১
সতীনাথ ভাদুড়ীর ঢোঁড়াই চরিত মানসের কোন খন্ডের সাথে এই কাহিনীর কোন মিল নাই৷ কাজেই খোঁচ ধরিয়া সময় বরবাদ করিবেন না৷ প্রাপ্তবয়স্কদের জন্য লিখিত কিঞ্চিত্ অশালীন পোস্ট, শিশুরা দূরে গিয়া খেলো৷ভোদাই আমার দীর্ঘকালের বন্ধু৷ শৈশবে একবার কাঁটালবৃক্ষ হইতে পড়িয়া গিয়া মস্তকে চোট পাইয়াছিলো৷ ঐ ঘটনার পর হইতে ভোদাই কিছু বিষয়ে কাঁচা রহিয়া গিয়াছে৷ মাঝে মাঝে আমার নিকটে আসে পাকিবার দুরাশায়৷ আমি কার্বাইড নহি, তবু তাহাকে...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Monday, October 23, 2006
রহস্যগল্প ০০৮
পমি রহমান সিনে সাংবাদিক হলেও সে মাঝে মাঝে কাজের খবরের কাগজও পড়ে৷ গাব্রিয়েল মগাদিশু চৌরাসিয়া কয়েকটা খবরের কাগজ রাখেন, রহস্যভেদীদের সবসময় চারপাশের হালহকিকত সম্পর্কে ওয়াকি রাখতে হয়, তাই পমি রহমান চৌরাসিয়ার বাড়িতেই এসে খবরের কাগজটা পড়ে যায়৷ নিজের বাড়িতে তার কেবল সৌজন্য সংখ্যা সিনেপত্রিকা আসে৷ ওখানে সেন্টারফোল্ড পোস্টারগুলিকে সে কেটে দরজায় লাগায়, আর বাকিটা পত্রিকা অন্যান্য কাজে লাগায়, পড়ে না মোটেই৷...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Thursday, October 19, 2006
আদমচরিত ০০৯
ঈশ্বর কটমটাইয়া তাকাইলেন আদমের পানে৷ আদম দিনকে দিন বেয়াদব হইয়া উঠিতেছে, শুরুর দিকে মিনমিন করিতো, ইদানীং ঘাড় বাঁকাইয়া রগ ফুলাইয়া কথা বলে৷ লক্ষণ ভালো নয়৷তিনি গম্ভীর গলায় বলিলেন, "দলিল? কীসের দলিল?"আদম গোঁ গোঁ করিয়া বলিলো, "সম্পর্কের দলিল৷"ঈশ্বর বলিলেন, "কীসের সম্পর্ক? সম্পর্কের আবার দলিল কী? এসি ল্যান্ড এর মতো কী বকিতেছো আবোলতাবোল? সম্পর্ক কি জলমহাল না দখলকৃত অর্পিত সম্পত্তি যে দলিল থাকিবে?"আদম ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
সাপ্তাহিক স্বর্গবার্তা ০১
জনৈক নেকবন্দ ব্যক্তি, ধরিয়া লই উহার নাম মোঃ এক্স, স্বর্গে আসিয়া দারুণ গোলযোগের জন্ম দিয়াছেন৷ পুণ্য তাহার বহু ছিলো, প্রার্থনা-উপবাস-তীর্থ-দানছত্র সবই তিনি করিয়াছেন, বীজমন্ত্র ঘনঘন জপিতেন, জপমালা টিপিতেন, পাপের মধ্যে পাপ ছিলো মাঝে মাঝে কাজের মেয়েকে ধরিয়া জোরপূর্বক রমণ করিতেন৷ স্কন্ধারূঢ় দুই স্বর্গদূত, যাহারা পাপপুণ্যের হিসাব জাবদায় টুকিয়া রাখে, তাহার আগে সাইফুর নামে জনৈক হিসাবরক্ষকের স্কন্ধে ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
নোবেলচি
শুক্কুরবার মোবাইলে কোন এক হতভাগা জানি বার্তা পাঠাইলো, "ইউনুস শান্তিতে নোবেল জিতিয়াছে! হুররে!"মনে মনে হাসিলাম৷ রোসো বত্স, অত ফূর্তির কিছু নাই৷ নো বেল, এই নোবেলের কোন বেল নাই৷ টাইপিং মিশটেকে হয়তো নোবেল কমিটি ভুল করিয়া এরূপ কীর্তি করিয়া বসিয়াছে৷ নইলে শান্তিতে ইউনুস কী করিয়া নোবেল জয় করিবে? নিশ্চয়ই কোন গলদ রহিয়াছে৷ অচিরেই শুদ্ধিপত্রে বাহির হইবে, ইউনুস নহে, ইউনান প্রদেশের মেয়র ইউ নুং নোবেল লভিয়াছে, ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Saturday, October 14, 2006
নাকের বদলে নোবেল পেলাম
ড. ইউনুস আর গ্রামীণ ব্যাঙ্ক নোবেল শান্তি জিতে নিয়েছেন৷ বাংলাদেশ এখন দস্তুরমতো নোবেলজয়ী দেশ৷দারিদ্র্য ঘোচানোর জন্য ক্ষুদ্র ঋণ দেয়ার বৃহত্ যজ্ঞের আয়োজন করেই ইউনুস বাংলাদেশের ললাটে এই নোবেলতিলক এঁকে দিলেন৷ আগামীকাল বাংলাদেশের তিনকোটি ভুখানাঙ্গা মানুষ ঘুম থেকে জেগে উঠবে শূন্য উদর, গৌরবপূর্ণ বক্ষ, নোবেলজয়ের আনন্দে হাসিভরা মুখ, আর ক্ষুদ্র ঋণের প্রতিশ্রুতিতে ভরপুর হৃদয় নিয়ে৷আমি চোখ মুছি৷ আনন্দে, ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Sunday, October 01, 2006
আদমচরিত ০০৮
আদমের হঠাৎ ঘুম ভেঙে গেলো গরমে৷ গায়ে জবজব ঘাম৷ পাশের খাটে শুয়ে ঈভ৷ বেলাল্লা বেটি, গায়ে জামাকাপড়ের ঠিকঠাক নাই, নিঃশ্বাসের তালে তালে তার বুক উঠছে নামছে৷ আদম মুগ্ধ চোখে তাকিয়ে থেকে গুনগুনিয়ে ওঠে, তোমার বুকের ফুলদানিতে ফুল হবো বধূ আমিইইইইইইইই ...ঈভের ঘুম ভেঙে যায়, সে ধড়ফড়িয়ে উঠে হাত দিয়ে বুক ঢাকে৷ নিষিদ্ধ ফলের পেছনে ঘুরে ঘুরে আদমের অবস্থা কাহিল, ফল চেখে না দেখলেও শুঁকে সে দেখেছে বিস্তর৷ ঘ্রাণম ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন
Subscribe to:
Posts (Atom)