Wednesday, February 28, 2007

ডাগদরনামা 02

ডাগদর সাব ভোটে জিতিয়াই প্রথমে ইঁটের ভাঁটির মালিক সমিতির পান্ডাদের তলব করিলেন৷তাহারা প্রথমে ফরমান পাইয়া ভড়কাইয়াছিলো, বিশেষ করিয়া ডাগদরসাবের ক্ষুদ্রসূচিকার ডর তাহাদের সকলের অন্তরেই ছিলো৷ নিতম্বের কন্দরে একটি সুঁই ভরিয়া সপ্তাহান্তে উহার দামের উপর সুদ আদায়ে ডাগদরসাবের জুড়ি ছিলো না৷ প্রাথমিক পর্যায়ে কলাটামূলটাকচুটা দিয়া তাহার সুদ শোধ করা সম্ভবপর হইলেও কালক্রমে তাহা ফুলিয়া ফাঁপিয়া এমন আকার ধারণ করে যে ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন

Sunday, February 25, 2007

আদমচরিত ০১২

ঈশ্বর জরুরি সভা তলব করিয়াছেন৷ ম্যানেজার পর্যায়ের স্বর্গদূতের চোখ ডলিতে ডলিতে আসিয়া সভায় বসিয়াছে৷ ঈশ্বর বুঢ়া সর্বদা কাকভোরে সভা ডাকিয়া থাকেন৷ঈশ্বর রুদ্র কন্ঠে বলিলেন, "আমি গোপন সূত্রে সংবাদ পাইয়াছি, আদম নাকি নাস্তিক হইয়া গিয়াছে!"স্বর্গদূতরা অস্ফূটে আর্তনাদ করিয়া ওঠে৷ মাশরাফিলের হাতে ধরা সানকি হইতে কফি ছলকাইয়া পড়ে৷ আদম এত বড় চো*না তাহা কেউ আগে বুঝিতে পারে নাই৷ঈশ্বর কহিলেন, "জেমসবন্ডাইল, খুলিয়া কহো৷...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন

Tuesday, February 20, 2007

ডাগদরনামা 01

ডাগদর সাব নির্বাচনে খাড়াইয়া জয়লাভ করিয়াছেন৷তাঁহার দলের নাম বান্দরিক শক্তি৷ যখন দলের আকিকা করিয়াছিলেন, সকলেই খাবি খাইয়াছিলো৷ বান্দরিক শক্তি! তবে কি ডাগদর সাব গোপনে বান্দরের তেল সেবন করিয়া বিশেষ শক্তি লভিলেন নাকি?তবে তাঁহার ভক্ত এক অধ্যাপক আসিয়া সব জল করিলেন৷ "বন্দর হইতে বান্দরিক৷ যেমন জগত হইতে জাগতিক৷ কলস হইতে কালসিক৷ বলদ হইতে বালদিক৷ ইত্যাদি৷"লোকজন মুখের হাঁ বুজাইয়া কহিলো, "হাঁ, এইরূপ তো হইতেই ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন

Thursday, February 08, 2007

আদমচরিত ০১১

ঈশ্বর আসনে বসিয়া ঢুলিতেছিলেন, ইদানীং হাতে কাজের চাপ কম, খালি তন্দ্রা আসে৷ সৃষ্টির শুরুতে এক হপ্তা গাধার খাটুনি খাটিতে হইয়াছিলো, বর্তমানে বেশ বিশ্রামযুগ কাটাইতেছেন৷ বোর অনুভব করিলে তিনি মাঝে মাঝে আসনপার্শ্বে রক্ষিত চিলুমচি হইতে বরফখন্ড লইয়া ইতস্তত ছুঁড়িয়া মারেন৷ সেগুলি মহাকাশে লাট খাইতে থাকে, বোকা লোকে তাহাকে ধূমকেতু মনে করিয়া জোর গবেষণা শুরু করিয়া দেয়৷হঠাত্‍ বিকট ম্যাত্‍কারে ঈশ্বরের তন্দ্রা ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন