ঈশ্বর জরুরি সভা তলব করিয়াছেন৷ ম্যানেজার পর্যায়ের স্বর্গদূতের চোখ ডলিতে ডলিতে আসিয়া সভায় বসিয়াছে৷ ঈশ্বর বুঢ়া সর্বদা কাকভোরে সভা ডাকিয়া থাকেন৷
ঈশ্বর রুদ্র কন্ঠে বলিলেন, "আমি গোপন সূত্রে সংবাদ পাইয়াছি, আদম নাকি নাস্তিক হইয়া গিয়াছে!"
স্বর্গদূতরা অস্ফূটে আর্তনাদ করিয়া ওঠে৷ মাশরাফিলের হাতে ধরা সানকি হইতে কফি ছলকাইয়া পড়ে৷ আদম এত বড় চো*না তাহা কেউ আগে বুঝিতে পারে নাই৷
ঈশ্বর কহিলেন, "জেমসবন্ডাইল, খুলিয়া কহো৷"
জেমসবন্ডাইল একটা বিড়ি ধরাইয়া কহিলো, "বন্ডাইল! জেমস বন্ডাইল!"
দূরে অপ্সরাদের কোয়ার্টার হইতে অস্ফূট গুঞ্জন ভাসিয়া আসিলো, "মরি মরি আহা ...৷"
ঈশ্বর ওয়েস্টপেপারবাস্কেট হইতে এক কপি মৌদুধিপুরাণ বাহির করিয়া জেমস বন্ডাইলের দিকে ছুঁড়িয়া মারিলেন, কিন্তু সে ঘাপটি মারিয়া বসিয়া পড়ায় তা তাহার রগ ঘেঁষিয়া চলিয়া গেলো৷
"বাজে প্যাচাল পাড়িলে তোর কপালে দুকখু আছে বলিয়া দিলাম!" ঈশ্বর হুঁশিয়ার করিলেন৷
জেমসবন্ডাইল বিড়িটা ফেলিয়া দিয়া গলা খাঁকরাইয়া শুরু করিলো, "সমবেত সুধীমন্ডলী, ও আজিকে যাহারা শুনিতেছেন৷ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করিবো না ...৷"
এর মাঝে ঘটিলো এক অভূতপূর্ব ঘটনা৷ কোথা হইতে আদমের পালতু রামছাগল ছাগুরাম আসিয়া গুটি গুটি পায়ে হাজির! সে আসিয়া সোজা একটি ত্রিকোণাকৃতির আসনে বসিয়া মন্দ্রস্বরে বলিল, "জেন্টুলমেন, আমাদের সমুখে সমূহ বিপদ৷ আদম নাস্তিক হইয়া গিয়াছে৷ পাইকারি দরে আবোল তাবোল বকিতেছে৷ কিছু করিতে হইবে৷ আমি ঈশ্বরকে আহবান জানাইতেছি ইহার প্রতিকার লইবার৷ নতুবা আমি ঈশ্বরের উপর অনাস্থা প্রস্তাব তুলিবো স্থির করিতেছি৷"
ঈশ্বর বাকরুদ্ধ হইয়া জেমসবন্ডাইলের দিকে তাকাইলেন৷ সে উঠিয়া ছাগুরামের পোঁদে লাথি মারিলো৷ ছাগুরাম কাতর ম্যাত্কার করিয়া কহিলো, "এখন একটু ব্যস্ত রহিয়াছি, পরে আসিয়া বিশদ কহিবো!" বলিয়া তিন লম্ফে প্রস্থান করিলো৷
জেমস বন্ডাইল আবারও শুরু করিলো, "ইয়ো জনাবস! সেইদিন আমি ডিউটি শেষ করিয়া আদমের কুটিরের পাশ দিয়া ঘরে ফিরিতেছিলাম, হঠাত্ শুনিলাম ঈভ ও আদমের মধ্যে ব্যাপক কাজিয়া চলিতেছে৷ আদম কহিয়াছে, ঈশ্বর তাহাকে প্রতিশ্রুতি দিয়াছিলেন, তাহার পঞ্জরের একটি অস্থি দিয়া তাহার জন্য একটি সঙ্গিনী নির্মাণ করা হইবে৷ আদম নাকি তখন শুধাইয়াছিলো, সঙ্গিনী কী বস্তু৷ ঈশ্বর প্রতু্যত্তের চোখ টিপিয়া বলিয়াছিলেন, "ভো চীজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত৷" পরবর্তীতে কনস্ট্রাকশন পিরিয়ড ফুরাইবার পর যখন হ্যান্ডওভার হয়, তখন সঙ্গিনী দেখিয়া আদমের ভালোই লাগিয়াছিলো৷ সে ভাবিয়াছিলো, তাহার হাতে লিখিবার দিন তবে ফুরাইলো৷ টাইপরাইটারে লিখিবার দিন শুরু হইলো৷ কিন্তু বাস্তবে ঈশ্বরের অঙ্গীকার যে একটি স্বর্গীয় ফাঁপর, তা সে একেবারে অস্থিতে অস্থিতে টেরটি পাইয়াছে৷ ঈশ্বর বরং ভাঁওতা দিয়া তাহাকে একটি সঙ্গমবিমুখ কাজিয়াবাজ রুমমেট গছাইয়া দিয়াছেন, যে ঢংঢাং করে কিন্তু কামের কাম করিতে দেয় না৷ ব্যাপারটা লইয়া সে খোদ ঈশ্বরের সহিত বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আলাপ করিয়াছে, কিন্তু ঈশ্বর তাহাকে ক্রমাগত ভুঝুং দান করিয়া বঞ্চিত করিতেছেন৷ টাইপরাইটারটি পাশে রাখিয়া তাহাকে দিস্তার পর দিস্তা হাতে লিখিতে হইতেছে৷ ঐদিকে ঈশ্বর সাম্য ও সংযমের দোহাই তুলিয়া ভাঁওতাবাজি অব্যাহত রাখিয়াছেন৷ শুধু তাই নয়, জ্ঞানবৃক্ষের চতর্ুর্দিকে প্রহরা ত্রিগুণিত করিয়াছেন৷ এহেন ঈশ্বরের ওপর আর যা-ই হোক, বিশ্বাস রাখা যায় না৷"
জেমসবন্ডাইল শ্রান্ত হইয়া কফির সানকিতে একটি চুমুক দেয়৷
ঈশ্বর শুধান, "ঈভ কী কহিলো?"
জেমসবন্ডাইল আবারও একটি বিড়ি ধরাইয়া কহিলো, "ঈভ কহিয়াছে, সামান্য একটা জ্ঞানবৃক্ষের ফল এক কামড় যে খাইয়া আসিতে পারে না এমন পুরুষের মুখে মুড়ো খ্যাংড়া!"
ঈশ্বর বিমর্ষ মুখে বলিলেন, "আরে এই ঈভ দেখি দিনকে দিন হান্টারওয়ালি হইতেছে৷ তাহার এতো ভয় কীসের, বাচ্চা তো আর আসিবে না পেটে!"
জেমসবন্ডাইল সাগ্রহে কহিলো, "আমি কি তবে একদিন তাহাকে এই ব্যাপারে উদাহরণসহ ব্যাখ্যা দিয়া আসিবো? একেবারে জলবত্তরলম যাহাকে বলে আর কি ... যে আমাকে না বলিতে পারিবে না!" সে পকেট হইতে আয়না আর চিরুনি বাহির করিয়া এক পশলা টেরি বাগাইয়া লইলো৷
ঈশ্বর কহিলেন, "মারিয়া পস্তা উড়াইবো৷ ঐসব চলিবে না৷ তারপর কহ৷"
এমন সময় আবারও ঘটিলো সেই দুর্ঘটনা৷ ছাগুরাম আবারও কোথা হইতে আসিয়া সভায় ঢুকিয়া কহিলো, "আদম নাস্তিক হইয়াছে৷ তাহার নাস্তিকতা দেখিয়া আমার হাসি পায়৷ কিন্তু আমি তাহার শাস্তি চাই৷ নাস্তিকদের স্বর্গ হইতে বহিষ্কার করিতে হইবে৷ তা না হইলে জ্বলিবে আগুন ঘরে ঘরে৷ ঈশ্বর অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা কখন কী ঘটিয়া যায় কিচ্ছু বলা যায় না৷"
এইবার গুজরিল আসিয়া চোখা একটি দন্ড লইয়া ছাগুরামের পোঁদে খোঁচা মারিলো৷ ছাগুরাম প্রবল ম্যাত্কার করিয়া উঠিয়া কহিলো, "জরুরি কাজে একটু বাহিরে যাইতে হইতেছে, ফিরিয়া আসিয়া সাইজ করিবো!" বলিয়া তিন লম্ফে পলায়ন করিলো৷
ঈশ্বর কহিলেন, "ছাগুরামের সমস্যা কী? আমার উপর আদমের অবিশ্বাস জন্মিলে তাহার কী সমস্যা?"
জেমসবন্ডাইল ঈশ্বরের কানে কানে ফিসফিস করিয়া কী যেন কহিলো৷ ঈশ্বরের মুখ গম্ভীর রক্তাভ রূপ ধারণ করিলো৷ তিনি কহিলেন, "ছি ছি৷ টাইপরাইটার ব্যবহার করিতে না পারিয়া শেষ পর্যন্ত ছাগুর পশ্চাতে উপগমন! আদম তো ভারি অশ্লীল!"
গুজরিল বলিলো, "হাঁ, পবিত্র গন্থে দেখিলাম, উহার কিছু বংশধর একে অন্যের পশ্চাতে এই কুকর্ম সাধন করিবে৷ আমাকে তখন গিয়া তাহাদের শহর উত্পাটন করিয়া লবণ হ্রদ তৈয়ার করিতে হইবে৷"
ঈশ্বর চটিয়া কহিলেন, "ঈভের কি টাইপ করিতে ইচ্ছা জাগে না?"
জেমসবন্ডাইল সাগ্রহে শুধাইলো, "আমি কি খোঁজ লইয়া দেখিয়া আসিবো?"
ঈশ্বর কী যেন বলিতে উদ্যত হইয়াছিলেন, এমন সময় ছাগুরাম আবার আসিয়া হাজির! সে সটান আসিয়া কহিলো, "এইসব বাচ্চা ঈশ্বরদের নিয়ে এই একটা সমস্যা৷ নাস্তিকদের সমস্যা বলিয়া মনে করিতে চায় না৷ এইসব বাচ্চাদের কীরূপে বুঝাইবো যে নাস্তিকতা কত ভয়াবহ সমস্যা?"
ঈশ্বর কালেভদ্রে চটেন৷ তিনি চটিয়া কহিলেন, "অ্যায় কে আছিস, চো*নাটাকে ধরিয়া ভালো করিয়া পিছমোড়া করিয়া বাঁধিয়া লইয়া আয়৷ তাহার পর একটি টেংরি ভাঙ্গিয়া হাতে ধরাইয়া দে৷"
গুজরিল আগাইয়া গেলেরা, নৃশংস কাজে তাহার হাত পক্ক, এর এ তো অজশংস কাজ৷ ছাগুরাম কাতর ম্যাত্কার করিয়া উঠিলো৷
তদ্যাবধি ছাগুরাম একটি পদ হারাইয়া ত্রিভূজ হইয়া ঘুরিতেছে৷
2 comments:
এই লিখাটি আমি এর আগে সামহোয়ারইনে পড়েছিলাম। অনেক রস দিয়ে লিখেছেন। আপনি ভাই খুবি রসিক মানুষ/
ভাই, পড়ে ব্যবক মজা পাইলাম !! তিরিভোজ !
হা হা
Post a Comment