Saturday, December 04, 2010

আদমচরিত ০৩০

আদম ল্যাপটপে বসিয়া খুটখাট টাইপ করিতেছিল, গিবরিল আসিয়া কহিল, "মৃত্তিকাপুত্র আদম, কী করিতেছ? ফেসবুকে যৌনালাপ?" আদম রুষিয়া কহিল, "ভোজনের পর কি আর কোনো কর্ম নাই আমার? ওয়েবসাইট আপডেট করিতেছি ওহে গিবরিল! এইবার সকল কুকর্ম ফাঁস করিয়া দিব!" গিবরিল কহিল, "কাহার কুকর্ম? কীরূপে ফাঁস করিবে?" আদম কহিল, "স্বর্গলিক্স ডট অর্গ নামে একটি ওয়েবসাইট খুলিয়াছি কি সাধে?" গিবরিল বিস্মিত হইয়া কহিল, "সেই ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন

Wednesday, December 01, 2010

ভোদাইচরিতমানস ০৮

ভোদাই আসিয়া কহিল, "একটি সামাজিক ব্যবসা খুলিব ভাবিতেছি।" আমি কহিলাম, "বেশ তো। চমৎকার। কী লইয়া ব্যবসা করিবে?" ভোদাই কহিল, "ঘোড়া পালিব।" আমি থতমত খাইয়া কহিলাম, "ঘোড়া দিয়া সামাজিক ব্যবসা করিবে কীরূপে?" ভোদাই সোৎসাহে কহিল, "গরীবের ঘোড়ারোগের নাম শুনিয়াছ?" আমি কহিলাম, "না। কী হয় এই রোগে?" ভোদাই কহিল, "এই রোগে ধরিলে গরীব ঘোড়া ক্রয়ের জন্য ক্ষেপিয়া ওঠে। কিন্তু দেশে পর্যাপ্ত ঘোড়া নাই। যা ...
-->>>>অবশিষ্টাংশ পাঠ করুন