Saturday, March 18, 2006

মুখফোড়ও কবিতা ল্যাখে


(পদ্যবেঞ্চে পাছা রাখি)

তোমার হাসির আরশি ভাঙা সার্সি জাদু
আমার বুকে হাত বুলিয়ে হঠাৎ করে
কলম থামায়, হৃদয় ঘামায়, পলক নামায়
আয়াস ছাড়া দেয় ভুলিয়ে ণ-ত্ব বিধান
ষ-ত্ব বিধান আঁকড়ে ধরে ষন্ডা আমি
তালের পাতায় আঁচড় কেটে পদ্য খামি
মাখাই জোখাই, তবুও ভুলি মধ্যপথে
হ্রস্ব ই আর দীর্ঘ ঈ এর কী হয় নিদান
তোমার হাসির ফার্সিকোমল জার্সি খোলা
নগ্ন হাসির ঝঙ্কারে তাই বানান ভোলা
কী ছাই লিখি মুখের ফোড়ন বুকেই কাটি ...
এখন বলো, বিস্মরণের কী প্রতিদান?


No comments: